যশোরে মুক্তিযোদ্ধাদের র্যালি
মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে সোমবার যশোরে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। দুপুরে সংগঠনের কার্যালয় থেকে বের হওয়া মুক্তিযোদ্ধাদের ওই শোভাযাত্রায় নেতৃত্ব দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। এ সময় বক্তব্য দানকালে মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের হাতে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ঝাণ্ডা তুলে দিতে হবে। এর আগে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত করতে হবে। তাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মন্ত্রী রাশেদ খান মেনন। পরে তিনি বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে জাসদের কেন্দ্রীয় সহ সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার রাজেক আহম্মেদ, ডেপুটি কমান্ডার আবুল হোসেন, উপজেলা কমান্ডার মোহম্মদ আলী স্বপন প্রমুখ।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।