ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তরুণের

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ১১:৪২ এএম, ১৩ নভেম্বর ২০২২

চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের বোয়াডার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ (১৮) ওই এলাকার মানিক ব্যাপারীর ছেলে। তিনি গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

জানা যায়, শনিবার রাতে শুভ নিজ বাড়ির উঠানে ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে স্পৃষ্ট হন। এসময় পাশে থাকা তরুণরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুভর বাবা মানিক মিয়া বলেন, আমি বোয়াডার বাজারে একটি চায়ের দোকান করি। আমার এক ছেলে দুই মেয়ে। শুভ আমার মেজো সন্তান। ছেলেকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। আল্লাহ এত তাড়াতাড়ি আমার ছেলেকে নিয়ে গেলো বলেই তিনি বিলাপ শুরু করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাডমিন্টন খেলার প্রস্তুতিকালে বৈদ্যুতিক তারে জড়িয়ে শুভ নামে একজনের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় আমরা পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল ইসলাম আতিক/এমআরআর/এমএস