ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে জার্সি বিক্রির ধুম, আর্জেন্টিনা-ব্রাজিল শীর্ষে

রাজীবুল হাসান | ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৫ নভেম্বর ২০২২

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে জার্সি বিক্রির ধুম পড়েছে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি বেশি কিনছেন সমর্থকরা। ব্যবসায়ীদের ধারণার চেয়ে বেশি বিক্রি হচ্ছে এসব জার্সি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে ভৈরব পৌর নিউ মার্কেটে গিয়ে দেখা যায়, তরুণ থেকে শুরু করে নানা বয়সের মানুষ দোকানে ভিড় করছেন। এখানে কেউ আর্জেন্টিনা কেউবা ব্রাজিল সমর্থক। আবার কেউ জার্মানি, ফ্রান্স কিংবা ইতালির সমর্থক আছেন। ক্রেতাদের ভিড়ে বিক্রেতারাও হিমসিম খাচ্ছেন। সময় বেশি লাগলেও পছন্দের দলের জার্সি কিনেই তবে বাড়ি ফিরছেন সমর্থকরা।

jagonews24

কথা হয় স্থানীয় শহিদুল্লাহ কায়সার কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শহিদুল্লাহ কায়সারের সঙ্গে। তিনি জাগো নিউজে বলেন, পৌর নিউ মার্কেটের তৃতীয় তলার মনির খেলাঘরে এসে দেখি বিশ্বকাপ ফুটবল খেলায় অংশ নেওয়া ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি দলের জার্সি কিনতে কয়েকশ ছেলে মেয়ে ভিড় করছে। তারা তাদের পছন্দের দলের জার্সি কিনে সেই জার্সিতে তাদের নিজেদের নাম লিপিবদ্ধ করছে। আমিও পছন্দের দলের জার্সি নিতে এখানে এসেছি। তবে দোকানে যে এত ভিড় হবে সেটা ভাবিনি।

পৌর নিউ মার্কেটের মনির খেলাঘরের মালিক মো. মনির বলেন, এ বছর আমাদের ধারণার চেয়ে বেশি জার্সি বিক্রি হচ্ছে। এত জার্সি বিক্রি হবে সেটা ভাবতেও পারিনি। যদি ধারণা করতে পারতাম তাহলে অনেক বেশি জার্সি স্টক রাখতাম। এখন তো আমাদের জার্সি কম থাকায় ক্রেতাদের চাহিদা মতো দিতে পারছি না। তবে জার্সির দাম অন্য বছরের চেয়ে একটু বেশি। এজন্য অনেক ক্রেতা জার্সি কিনতে তর্কবিতর্ক করছেন। এ পর্যন্ত কয়েক লাখ টাকার জার্সি বিক্রি করছি।

jagonews24

দোকানের বিক্রেতা রাব্বি মিয়া বলেন, দোকানে আসা বেশিরভাগই আর্জেন্টিনা ব্রাজিল দলের সমর্থক। তবে আমার দোকানে এ বছর আর্জেন্টিনা দলের জার্সি বেশি বিক্রি হচ্ছে।

হাজী আসমত আলী শপিং কমপ্লেক্সের হাবিব খেলাঘরের মালিক হাবিব বলেন, ২০২২ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এ বছর আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি বেশি করছি। তবে ফান্স, জার্মানি দলসহ অন্য দলের জার্সি মোটামুটি বিক্রি হচ্ছে। গতবছরের চেয়ে এ বছর জার্সি কেনার ভিড় বেশি। আমাদের স্টকে জার্সি কম থাকায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী দিতে পারছি না। তবে কারখানার মালিকরা বলছেন দেশে গ্যাসের সংকট থাকার কারণে কারখানাগুলোতে উৎপাদন আগের চেয়ে কম। এজন্য চাহিদা অনুযায়ী জার্সি আমরা পাচ্ছি না।

এসজে/জিকেএস