ফেনীতে চুরি যাওয়া ট্রাক চট্টগ্রামে উদ্ধার
ফেনী শহরের কালিপাল এলাকা থেকে চুরি হওয়া একটি ট্রাক ১৪ ঘণ্টা পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের হালিশহর থানার জেলেপাড়া এলাকার সাগরপাড় থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো সোমবার (১৪ নভেম্বর) রাতে শহরের কালিপাল এলাকার জয়নাল হাজারী কলেজ সংলগ্ন সততা এন্টারপ্রাইজের সামনে ট্রাকটি রেখে বাড়ি যান দোকান মালিক আবদুল মতিন পাটোয়ারী। রাত ৩টার দিকে দোকানের সামনে থেকে ট্রাকটি (ঢাকা মেট্টো- ট-২০-৩৫৫৭) চুরি হয়ে যায়। মঙ্গলবার ফেনী মডেল থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।
তদন্তের দায়িত্ব পেয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযানে নামেন উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম। একপর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের হালিশহর থানার জেলেপাড়া এলাকার সাগরপাড় থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।
এসআই রবিউল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। জড়িতদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এসআর