ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কৃষককে ধরে নিয়ে হত্যা, পতাকা বৈঠকের পর মরদেহও নিয়ে গেলো বিএসএফ

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০১:২৩ পিএম, ১৭ নভেম্বর ২০২২

বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর ফেনীর পরশুরাম সীমান্তের উত্তর বাঁশপদুয়া এলাকার কাঁটাতারের পাশে পড়ে থাকা বাংলাদেশি কৃষক মোহাম্মদ মেজবাহারের (৪৭) মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে ভারতের আইন অনুযায়ী আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ফেনী-৪ বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফের সঙ্গে যোগাযোগ ও পতাকা বৈঠক শেষে বুধবার দিনগত রাত ৩টার দিকে ভারতের সীমারেখার মধ্যে থাকা মরদেহটি ভারতীয় কর্তৃপক্ষ নিয়ে যায়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে গুথুমা সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার ওমর ফারুক ও ভারতের পক্ষে ত্রিপুরার শাড়াসিয়া সীমান্ত ফাঁড়ির কমান্ডার সত্যপাল উপস্থিত ছিলেন।

স্থানীয় লোকজন মরদেহটিকে পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের মোহাম্মদ মেজবাহারের বলে শনাক্ত করেন। কৃষিকাজের পাশাপাশি তিনি গরু ব্যবসায়ী ছিলেন। বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে তার মরদেহ দেখতে পান।

নিহত মেজবাহারের স্ত্রী মনোয়ারা বেগম জানান, গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তার স্বামী উত্তর বাঁশপদুয়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় ধান কাটতে যান। এসময় বিএসএফের সদস্যরা তাকে ডাকাডাকি করতে থাকেন। বিএসএফের ডাক শুনে তিনি দ্রুত নিজ এলাকার দিকে চলে আসার চেষ্টা করেন। পরে বিএসএফের সদস্যরা তাকে জোর করে ধরে নিয়ে যান। বিষয়টি এলাকার লোকজন বিজিবি সীমান্ত ফাঁড়ি ও পরশুরাম থানার পুলিশকে মৌখিকভাবে জানান।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বলেন, বুধবার রাতে দুইপক্ষের পতাকা বৈঠক শেষে সমঝোতার মাধ্যমে বিএসএফ মরদেহ নিয়ে গেছে। তবে আনুষ্ঠানিকতা শেষে আবার ফেরত দেওয়ার কথা হয়েছে।

তিনি বলেন, এক বাংলাদেশির মরদেহ সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে পড়ে থাকতে দেখে তাদের সঙ্গে যোগাযোগের পর এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/বিএ/এএসএম