একই পরিবারের ৮ জনের যাবজ্জীবন
প্রতীকী ছবি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় হত্যা মামলায় একই পরিবারের আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সোমবার দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবীর এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ত্রিশালের ধানীখলা কাটাখালী গ্রামের মৃত ইউনুস মল্লিকের ছেলে বাবুল মল্লিক (৩৩) ও লালু মল্লিক (৩৬), মৃত হাসেন আলীর ছেলে আজিজ মল্লিক (৬৩) ও তার ছেলে হিরা মল্লিক (৩৭), তাজু মল্লিকের ছেলে জিয়ারুল মল্লিক (২৯), মৃত ওমর আলী মল্লিকের ছেলে আব্দুল হাই মল্লিক (৪৮), মৃত ছোহরাব আলী মল্লিকের ছেলে মুসা মল্লিক (৩০) ও হুরমত আলীর ছেলে মুছা মল্লিক (৩৬)।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১ অক্টোবর দুপুরে ত্রিশালের ধানীখলা কাটাখালী গ্রামের শফিকুল মল্লিকের সঙ্গে প্রতিবেশি আজিজ মল্লিক ও তার ছেলে হিরা মল্লিকের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শফিকুল মল্লিককে তারা মারধর করেন। পরে নজরুল মল্লিক আজিজ মল্লিকের বাড়িতে গিয়ে ভাইকে মারধরের প্রতিবাদ জানান। আর এরই জেরে পরদিন ঈদুল ফিতরের নামাজ আদায়ে যাওয়ার সময় নজরুল মল্লিকের ওপর হামলা করেন আজিজ মল্লিকের পক্ষের লোকজন। আহত অবস্থায় নজরুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর ওই দিন রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নজরুলের ছেলে দেলোয়ার হোসেন আসামিদের বিরুদ্ধে ত্রিশাল থানায় হত্যা মামলা করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোমবার ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবীর একই পরিবারের আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
বিচারক প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আতাউল করিম খোকন/এআরএ/আরআইপি