ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে ২০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৯ নভেম্বর ২০২২

বাগেরহাটে ২০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ শোভাযাত্রা করেছে। আর্জেন্টিনা সমর্থকদের আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়।

Bagerhat-(1).jpg

শুক্রবার (১8 নভেম্বর) বিকাল ৪টার দিকে বাগেরহাট শহরের রেলরোড এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাগেরবাজার, রুপা চৌধুরী ইকো পার্কের সামনে এসে শেষ হয়। এতে প্রায় দুই হাজার আর্জেন্টিনা ভক্ত অংশ নেন।

Bagerhat-(1).jpg

শোভাযাত্রাটির আয়োজক মো. রাজু আহমেদ বলেন, ২২ তারিখ আর্জেন্টিনা দলের খেলা। প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আনন্দ র্যালি করেছি। যেহেতু এবার মেসির শেষ বিশ্বকাপ তাই এ বিশ্বকাপটি খুব স্পেশাল। এ বিশ্বকাপে আর্জেন্টিনা নিজ যোগ্যতার পরিচয় দিয়ে বিশ্বকাপে চ্যম্পিয়ান হবে।

জেএস/এমএস