ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

প্রকাশিত: ০৬:০১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

সিলেট নগরের আখালিয়ার হাওলদারপাড়া সুরমা এলাকার ৪৮ নং বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে কালিবাড়ি সিটি মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরীর বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।

আশরাফুল ইসলাম চৌধুরী জানান, ৭-৮ জনের মুখোশধারী ডাকাতদল বাসার গেটের তালা এবং ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে আলমারি খুলে ১১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ টাকা, ৮টি মোবাইল ফোনসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় ডাকাতরা ফের ঘরের গেটে বাইরে থেকে তালা দিয়ে যায়। এদিকে ডাকাতির খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শ্যামল দত্ত বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের চিহ্নিত করে আটকের  চেষ্টা করছে পুলিশ।
    
ছামির মাহমুদ/এসএস/এমএস