ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাবার নেশায় ভাসছে ঠাকুরগাঁও

প্রকাশিত: ০৬:০৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

গাঁজা ও ফেনসিডিলের পর নতুন নেশা জাতীয় দ্রব্য হিসেবে ইয়াবা এখন একক রাজত্ব গেড়ে বসেছে ঠাকুরগাঁওয়ের নেশার জগতে। গোলাপী বা হালকা লাল রংয়ের ছোট্ট এ ট্যাবলেটটিকে এখানকার মাদকসেবী ও বিক্রেতারা সংক্ষিপ্ত করে ‘বাবা’ সম্বোধন করে। তবে ‘বাবা’ শব্দটি ইয়াবার সাংকেতিক নাম হিসেবে চালু হওয়ায় আকার ইঙ্গিতে জিপি, হর্সপাওয়ার বা গুটি নামে আদান-প্রদান ও কেনা-বেচা হয়ে থাকে।

দেশের বিভিন্ন স্থানের চেয়ে এ অঞ্চলে ইয়াবার একচেটিয়া বাজার তৈরি হয়েছে বলে মাদক ব্যবসায়ী সূত্রে জানা গেছে। এ অঞ্চলের জেলা-উপজেলা থেকে শুরু করে গ্রামগঞ্জে এ মাদকদ্রব্য এখন অনায়াশেই পাওয়া যাচ্ছে। তরুণ ও যুবকরা নতুন করে এ নেশার সঙ্গে যুক্ত হচ্ছেন। ফেনসিডিল ও গাঁজা সেবনকারীরাও এখন নিয়মিত ইয়াবা সেবন করছে। ফলে কদর বেড়েছে এ মরণ নেশার। অন্যদিকে ফেনসিডিল পুরোপুরি উধাও হয়ে গেছে এখানকার মাদকের বাজার থেকে।

মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ৫/৬ বছর আগেও এখানে ফেনসিডিলের রমরমা বাণিজ্য ছিল। ঠাকুরগাঁও জেলার ৪ উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় ফেনসিডিল এখানকার বাজারে পৌঁছাতো। তখন ইয়াবার নাম অনেকেরই জানা ছিল না। হঠাৎ করেই বাঁধভাঙা স্রোতের মতো এখানে ইয়াবা ঢুকে পড়ে। ফেনসিডিলের রাজত্বে ধস নামিয়ে এককভাবে মাদকের বাজার দখল করে নেয় ইয়াবা। ফেনসিডিল সেবীদের কাছে ইয়াবার কদর বেড়ে যাওয়ায় বিক্রেতারাও ব্যবসার ধরন পরিবর্তন করেন।

মাদক ব্যবসায়ীরা জানান, ফেনসিডিলের চালান আনার জন্য পিকআপ, প্রাইভেটকার বা ট্রাক প্রয়োজন হতো। ইয়াবা বহনের জন্য এসব দরকার হয় না। খুব সহজেই ম্যাচ ও সিগারেটের প্যাকেট অথবা মোবাইল ফোনের ভিতরে কৌশলেই শতাধিক থেকে হাজার হাজার পিস ইয়াবা বহন করা সম্ভব।

মাদক ব্যবসায়ীরা আরও জানায়, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে গড়ে প্রতি মাসে ১০ লাখ পিস ইয়াবার চাহিদা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইয়াবা সেবনকারী বলেন, ফেনসিডিলের এখন দাম অনেক বেশি। আর ইয়াবা সহজে পাওয়া যাচ্ছে। তাই ইয়াবার প্রতি আসক্ত হচ্ছে অনেকে।
 
ঠাকুরগাঁও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, আমরা মাদকদ্রব্য দমনে প্রতিদিন অভিযান চালাচ্ছি। কিন্তু ইয়াবা বিভিন্ন পদ্ধতিতে সরবরাহের কারণে এর কিছু চালান আটক করা সম্ভব হয় না। তারপরও আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং অনেক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছি।

রবিউল এহ্সান রিপন/এফএ/এসএস/এমএস