অতিরিক্ত দামে চিনি বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত দামে চিনি বিক্রি, অবৈধ মজুত, মূল্য তালিকা না থাকায় এক ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা না টানানোয় আরেক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

আব্দুল জব্বার মন্ডল বলেন, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি ও কৃত্রিম সংকটরোধে মাওনা চৌরাস্তায় অভিযান চালানো হয়। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আগুন
- ২ টানা পাঁচদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
- ৩ বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
- ৪ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ৫ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি