ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অতিরিক্ত দামে চিনি বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২২ নভেম্বর ২০২২

গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত দামে চিনি বিক্রি, অবৈধ মজুত, মূল্য তালিকা না থাকায় এক ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা না টানানোয় আরেক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

jagonews24

আব্দুল জব্বার মন্ডল বলেন, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি ও কৃত্রিম সংকটরোধে মাওনা চৌরাস্তায় অভিযান চালানো হয়। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।

মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস