ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উন্নয়নবিরোধী শক্তির অপপ্রচারের জবাব দিতে হবে: অ্যাটর্নি জেনারেল

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৮:২৪ এএম, ২৬ নভেম্বর ২০২২

উন্নয়নবিরোধী শক্তির অপপ্রচারের জবাব দেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের সভাপতি এ এম আমিন উদ্দিন।

তিনি বলেন, সামনে অত্যন্ত কঠিন সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অনেকেই পেছনে টেনে ধরার চেষ্টা করছে। পেছনে টেনে ধরার শক্তি আছে। বর্তমানে দেশের টাকা দেশের উন্নয়নে কাজ হচ্ছে তখন তারা অপপ্রচারে নেমেছে। আইনজীবীরা তাদের অপপ্রচারের জবাব দেবে। ব্যক্তিস্বার্থসহ কোনোভাবেই আওয়ামী লীগকে হারানো যাবে না।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে শহরের ফুড গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

আমিন উদ্দিন আরও বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই জিতবে। এজন্য প্রত্যেককে কাজ করতে হবে। অপশক্তি ক্ষমতায় এলে বাংলাদেশ পিছিয়ে যাবে। দেশের টাকা পাচার করা যাবে, উন্নয়ন হবে না। গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া সব জায়গায় আছে। অপপ্রচারকারীরাও এসব উন্নয়নের সুফল ভোগ করেন।

ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এএসএম