ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে আর্জেন্টিনা-ব্রাজিল কেক বিক্রির হিড়িক

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৪ ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপ ফুটবলে নিজেদের দল না খেললেও পুরো বাংলাদেশ এখন বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। এর রেস ফেনীতেও আছে। প্রিয় দলের পতাকা তোলা, জার্সি পরার ধুম লেগেছে। কে কত বড় পতাকা তুলতে পারেন, তা নিয়েও চলছে প্রতিযোগিতা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মেতেছেন ফুটবল নিয়ে। একই উন্মাদনা কেকেও দেখা যাচ্ছে।

বিভিন্ন দলের পতাকার রঙে তৈরি কেকের কদর বেড়েছে ফেনীতে। আর এখানেও প্রতিযোগিতা চলছে ব্রাজিল-আর্জেন্টিনার।

jagonews24

ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের দিলদার ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী ব্রাজিল-আর্জেন্টিনা দলের পতাকার রঙের কেক তৈরি করছে। সাধারণত বুকিং নিয়ে এসব কেক তৈরি করা হচ্ছে। পাশাপাশি কেক বানিয়ে দোকানে বিক্রির জন্যও রাখা হচ্ছে। দিলদার ব্রেড এরই ২২টি কেক বিক্রি করেছে।

মো. মোশারফ হোসেন দিলদার ব্রেডে ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি বলেন, এবছর বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিভিন্ন দলের পতাকার রঙের কেকে বিক্রির প্রচলন শুরু করেছি। তবে ব্রাজিল ও আর্জেন্টিনার কেকের চাহিদা বেশি। গত দুদিনে এমন ছয়টি কেক বিক্রি হয়েছে।

কয়েকজন ফুটবলপ্রেমীর সঙ্গে কথা বলে জানা যায়, নিজেদের পছন্দের দলের পতাকার রঙের কেক নিয়ে কেউ কেউ প্রিয়জনের জন্মদিন পালন করছেন। আবার অনেকে প্রিয় দলের খেলার দিন কেক নিয়ে যাচ্ছেন।

jagonews24

দিলদার ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির স্বত্বাধিকারী আরিফুল ইসলাম মাহমুদ জাগো নিউজকে বলেন, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা মাথায় রেখে বিভিন্ন দলের পতাকার রঙের কেক তৈরি করেছি। সাধারণত অর্ডারের ভিত্তিতে এ ধরনের কেক সরবরাহ করি। কিন্তু এ ধরনের কেকের দাম সুলভ মূল্য রাখা হচ্ছে। ২ পাউন্ড ৬০০ টাকা, ৩ পাউন্ড ৯০০ টাকা।

আরিফুল ইসলাম আরও বলেন, এখানেও ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিযোগিতা দেখছি। কাতার বিশ্বকাপে যতদিন এ দুদল থাকবে, ততদিন পতাকার রঙের কেকের কদরও থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/জিকেএস