ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব: ফেনী জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:৪১ পিএম, ১২ ডিসেম্বর ২০২২

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেছেন, স্বপ্ন নয়, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। দেশের সবকিছু ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে। জনগণ হাতের নাগালে সব সেবা পাচ্ছেন।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে। এখন চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

jagonews24

এসময় জেলা প্রশাসক আরও বলেন, ‘সরকার যখন ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম শুরু করেছিল তখন কেউ-ই এ বিষয়ে জানতাম না। মানুষ হাসাহাসি করতো। কিন্তু যত দিন গেছে সবাই জেনেছে তথ্যপ্রযুক্তি সম্পর্কে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষ জনসম্পদ তৈরি করে জনগণের মাঝে সেবা পৌঁছে দেওয়া গেছে।’

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাহমিদা হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্রু মারমা।

জেলা প্রশাসন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের আয়োজনে এসময় ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন।

আবদুল্লাহ আল-মামুন/এমএস