ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শাজাহানপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ১০:৩৫ পিএম, ১২ ডিসেম্বর ২০২২

বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালেবুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

রোববার রাত ৮টার দিকে ভারতের মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

তালেবুল ইসলাম উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খোট্টাপাড়া মণ্ডলপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিন মণ্ডলের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার স্বজনরা জানিয়েছেন, তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এমএইচআর