ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
ফরিদপুরে মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জাহাঙ্গীর মিয়া (৩৮) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মিয়া বোয়ালমারী উপজেলার পৌরসদরের পূর্ব কামারগ্রামের নূর মোহাম্মদ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ছেড়ে আসা বোয়ালমারীগামী বিলাস পরিবহনের একটি লোকালবাসের সঙ্গে মাজকান্দিগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর মিয়া নিহত হন।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। বাসের ড্রাইভার ও হেলপার বাসটি ফেলে পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এন কে বি নয়ন/জেএস/এএসএম