বিজয় দিবসে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ বিজিবির
সেবামূলক কার্যক্রমে মহান বিজয় দিবস উদযাপন করেছে বিজিবি রিজিয়ন সদরদপ্তর কক্সবাজার। বিজয় দিবসের দিনে একাত্তরের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।
শুক্রবার (১৬ ডিসেম্বর) কক্সবাজার ৩৪ বিজিবির কার্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নাজম উস সাকিব।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে দুজন বীরশ্রেষ্ঠ, আটজন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম ও ৭৭ জন বীরপ্রতীক খেতাব অর্জন করে বিজিবি স্বাধীনতার ইতিহাসকে সমৃদ্ধ, গৌরবময় ও মহিমান্বিত করেছে। এ বাহিনীর ‘স্বাধীনতা পদক’ অর্জন মহান মুক্তিযুদ্ধের বিশেষ অবদানেরই অনন্য স্বীকৃতি। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও দেশের মানুষের নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সময়ের পরিবর্তনে ও প্রয়োজনে বিজিবি আজ দেশের শৌর্য-বীর্যের প্রতীক।

রিজিয়ন কমান্ডার আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তবায়নে দেশের সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদক, চোরাচালান, নারী ও শিশুপাচার প্রতিরোধের পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগকালে জনসাধারণের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় বিজিবি সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। জননিরাপত্তা ও জনকল্যাণে এ বাহিনীর অবদান অনস্বীকার্য।
এরই ধারাবাহিকতার এবং সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে বিজিবি স্থানীয় দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণের মাধ্যমে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যেকোন ক্রান্তিকাল বা ক্রাইসিস মোমেন্টে দুস্থ ও অসহায় মানুষদের প্রতি এধরণের জনহিতকর কাজ এবং প্রয়াস ভবিষ্যতেও বজায় থাকবে বলে উল্লেখ করেন তিনি।
এসময় ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীসহ বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন বিজিবি শতাধিক নারী-পুরুষকে শীতবস্ত্র বিতরণ করেছে। পরে বিজয় দিবস উপলক্ষে রিজিয়ন ও ব্যাটালিয়ন সদস্য এবং সংশ্লিষ্টদের জন্য উন্নতমানের প্রীতিভোজের আয়োজন করা হয়।
সায়ীদ আলমগীর/এমকেআর