ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শহীদ মিনারে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১৭ ডিসেম্বর ২০২২

কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুল্লাহ (৫২) নেতাকর্মীদের নিয়ে যাচ্ছিলেন শহীদ মিনারে। কিন্তু পৌঁছানোর আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

শুক্রবার (১৬ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর উপজেলার টইটং উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শহীদুল্লাহ উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং গুণগ্রাহী রেখেছেন। তার মৃত্যুতে পেকুয়ার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, বিজয় দিবস উদযাপনে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে ভোর ৬টার দিকে উপজেলা সদরের চৌমুহনী এলাকায় জড়ো হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পেকুয়া কলেজ মাঠের শহীদ মিনারে ফুল দিতে চৌমুহনী থেকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন। কাছাকাছি পৌঁছানোর আগেই হঠাৎ বুকে ব্যথা অনুভবের কথা বলেন শহীদুল্লাহ। তিনি ঢলে পড়ছিলেন। এ সময় দলের দুজনকর্মী তাকে ধরে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুজিবুর রহমান জাগো নিউজকে বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে শহীদুল্লাহর। প্রথমে তাকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম জাগো নিউজকে বলেন, শহীদুল্লাহ সুস্থ-সবল মানুষ ছিলেন। সবাই চৌমুহনী পৌঁছালে হেঁটেই সবার সঙ্গে শহীদ মিনারে যাচ্ছিলেন তিনিও। কিন্তু শহীদ মিনারে পৌঁছার আগেই থানা সড়কের মুখে পৌঁছে তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত হাসপাতালেও নেওয়া হয়। কিন্তু মৃত্যু কোনো কথা আর বলতে দিলো না তাকে।

প্রয়াত শহিদুল্লার ছোট ভাই মাস্টার জাহেদুল্লাহ জাগো নিউজকে বলেন, শুক্রবার মাগরিব নামাজের পর টইটং উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শহীদুল্লাহর অকস্মাৎ মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানসহ নেতাকর্মীরা।

সায়ীদ আলমগীর/এসজে/এএসএম