ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ওড়না পেঁচিয়ে সন্তানদের দুষ্টুমি বন্ধের চেষ্টা, গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২

লক্ষ্মীপুরে অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে রেহানা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রেহানা ফেনীর পশুরাম উপজেলার বাসিন্দা। তার স্বামী নাছির উদ্দিন চন্দ্রগঞ্জ এলাকার একটি বেসরকারি ব্যাংকের কর্মচারী। ঘটনার সময় তিনি ব্যাংকে ছিলেন।

রেহানার মেয়ে জান্নাতুন নাঈম জানান, তাদের সঙ্গে দুষ্টুমির ছলে মা গলায় ওড়না পেঁচায়। এ সময় তাদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা দুষ্টুমি করলে মা মরে যাবো’। এ বলে তিনি জানালার গ্রিলের সঙ্গে ওড়না ঝুলিয়ে গলায় পেঁচিয়ে নেন। এসময় অসাবধানতা খাট থেকে পা পিছলে পড়ে যান তিনি। পরে মায়ের মুখে রক্ত দেখে বাবাকে মোবাইলফোনে বিষয়টি জানাই। বাবা নাছির উদ্দিন ব্যাংক থেকে বাসায় এসে দেখে রেহানা গলায় ফাঁস লেগে ঝুলে রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ওই নারী নিজেই গলায় ফাঁস দিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস