চাঁদপুরে গোপন বৈঠক থেকে জামায়াতের ১১ নারী সদস্য গ্রেফতার
চাঁদপুরের হাজীগঞ্জে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে জামায়াতের ১১ নারী সদস্যকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) রাতে হাজীগঞ্জ বাজারের কাতার-কানাডা টাওয়ারের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, নাছরিন খানম (৫২), আঞ্জুমানারা লাকি (৪০), শাহানারা বেগম (৪৩), ফাতেমা (৪২), হাছিনা (৪৭), সালমা আহম্মহ, জেসমিন আক্তার (৪৮), নেহারা বেগম (৫৭), শিরিনা বেগম (৪২), মাসুদা বেগম (৪২) ও সেলিনা আক্তার (৪৩)।
হাজীগঞ্জ থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. মো. সফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে নাশকতামূলক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে গোপন বৈঠকে বসেন তারা। পরে সেখান থেকে ১১ জনকে আটক করা হয়। ওইসময় জামায়াতের মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ বই ও দাওয়াতি কার্ডসহ বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয়।
পরিদর্শক নজরুল আরও বলেন, এ বিষয়ে থানার এসআই মো. নুরুল আলম বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। তারা সবাই চাঁদপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
এমআরআর/জিকেএস