ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আর্জেন্টিনা সমর্থক নরসুন্দরের কাণ্ড

রাতেই পতাকার রঙে বাড়ি রং, সারাদিন ফ্রিতে কেটে দিলেন চুল-দাড়ি

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৫:২২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২

কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় নিজের বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন বিপ্লব চন্দ্র শীল নামের কুড়িগ্রামের এক নরসুন্দর। শুধু তাই নয়, সারাদিনে অন্তত অর্ধশত আর্জেন্টিনার সমর্থকের চুল, দাড়ি ফ্রি কেটে দিয়েছেন তিনি।

বিপ্লব চন্দ্র ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়াইলভীর এলাকার বাসিন্দা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে সাড়ে ৯ হাজার টাকা খরচ করে আর্জেন্টিনার পতাকার রঙে নিজের বাড়ি রং করেছেন তিনি।

নরসুন্দর বিপ্লব চন্দ্র শীল বলেন, ‘আমার বাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে তোলায় এলাকার শত শত আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকদের ভালোবাসা পেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস ছিল, প্রিয় দল আর্জেন্টিনা এবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। সেই ট্রফি অর্জন করায় আমার বিশ্বাস ও স্বপ্ন সার্থক হয়েছে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আর্জেন্টিনার ভক্ত ও সমর্থক হয়ে থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি প্রতিদিন সেলুনে কাজ করে ৫০০-৭০০ টাকা আয় করি। আমার প্রিয়দল আর্জেন্টিনা বিশ্বকাপ অর্জন করায় আজকের দিনে আর্জেন্টিনার সমর্থকদের ফ্রিতে চুল-দাড়ি কেটে দিয়েছি।’

আর্জেন্টিনার সমর্থক এহসানুল হায়দার বলেন, ‘আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরপরই রাতেই বাড়ি রং করা শুরু করে দেন বিপ্লব চন্দ্র। আজ সারাদিন তিনি আর্জেন্টিনা সমর্থকদের ফ্রিতে চুল-দাড়ি কেটে দিয়েছেন। এতেই বোঝা যায় তিনি মেসির আর্জেন্টিনাকে কতটা ভালোবাসেন।’

সঞ্জয় কুমার নামের একজন বলেন, আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি অর্জন করায় বিপ্লব আমার মতো ৫০ জনের বেশি আর্জেন্টিনার সমর্থকদের চুল-দাড়ি ফ্রি কেটে দিয়েছেন। এতে আমরা অনেক খুশি।

ফজলুল করিম ফারাজী/এসআর/জিকেএস