ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দেড় বছর ধরে অধরা কাউন্সিলর কালাম

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২

দেড় বছর ধরে পলাতক রয়েছেন ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম। ২০২১ সালে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা মামালার প্রধান আসামি তিনি।

এদিকে, দীর্ঘদিন কাউন্সিলর না থাকায় নানা ভোগান্তিতে রয়েছেন ওই এলাকার ছয় হাজার বাসিন্দা। বিভিন্ন ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ জুলাই রাতে শহরের সুলতানপুর এলাকায় কোরবানির ঈদে বিক্রির জন্য কিছু গরু নিয়ে আসেন শাহজালাল। তার কাছে কাউন্সিলর আবুল কালাম মোটা অঙ্কের টাকা দাবি করলে টাকা দিতে অপারগতা প্রকাশ করেন তিনি। একপর্যায়ে কালাম শাহজালালকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হলে কালাম গা ঢাকা দেন। একপর্যায়ে কালাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করে ভারত গেছেন বলে গুঞ্জন ওঠে। এরপর প্রায় দেড় বছর ধরে তিনি পলাতক।

স্থানীয়রা বলছেন, দীর্ঘ দেড় বছর ধরে কাউন্সিলরের পদটি শূন্য থাকায় ব্যাহত হচ্ছে এলাকার উন্নয়নমূলক ও দাপ্তরিক কাজ। বিশেষ করে জন্ম, মৃত্যু ও ওয়ারিশ সার্টিফিকেট পেতে তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়া বিভিন্ন রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার সমস্যা থাকলেও সেগুলো নিরসনে কোনো উদ্যোগ নেই। এসব উন্নয়ন কাজ এখন বন্ধ হয়ে আছে।

এ বিষয়ে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, এ সংকট নিরসনে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। শূন্য পদ ঘোষণা হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন বাহার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

ফেনী জেলা নির্বাচন অফিসার মো. নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, আইনের বিধান অনুযায়ী ১২ মাসের মধ্যে তিনটি সভায় কোনো কাউন্সিলর অনুপস্থিত থাকলে অথবা অনৈতিক কর্মকাণ্ডে অভিযুক্ত হলে তাকে অপসারণ করা যেতে পারে। সেক্ষেত্রে মন্ত্রণালয় পদটি শূন্য ঘোষণা করলে তফসিল ঘোষণা করা হবে।

এ বিষয়ে স্থানীয় সরকার ফেনীর উপ-পরিচালক মো. বাতেন বলেন, পুলিশ প্রতিবেদনের সার্টিফায়েড কপি হাতে এসেছে। এর আলোকে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। নির্দেশনা পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, আমরা আদালতে চার্জশিট পাঠিয়েছি। মামলাটি আদালতে বিচারাধীন। এ মামলায় একজন আসামি গ্রেফতার আছেন, তিনি আদালতে ১৬৪ ধারা জবানবন্দিও দিয়েছেন। মামলা থেকে কালাম পার পাওয়ার কোনো সুযোগ নেই।

আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/এএসএম