সোনারগাঁয়ে কলেজমাঠের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠ দখল করে অর্ধশত বিভিন্ন ফলদ ও বনজ গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় ওই মাঠের লিজগ্রহীতা সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতান মিয়া পৌরসভা প্রশাসক ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলামের কাছে আপত্তিপত্র দিয়েছেন।

আপত্তিপত্র সূত্রে জানা যায়, সোনারগাঁ পৌর এলাকার ঐতিহাসিক আমিনপুর মাঠের ১ একর ৭৪ শতাংশ জমি লিজ নিয়ে ১৯৮৩ সাল থেকে প্রতিষ্ঠানের মাঠ হিসেবে ব্যবহার করে আসছে সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজ। এ মাঠের চারপাশে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ফলদ ও বনজ গাছ লাগানো ছিল। সম্প্রতি পৌরসভা কর্তৃপক্ষ রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। এ রাস্তা নির্মাণ করতে ওই মাঠের পশ্চিম পাশের ২৮টি বড় গাছসহ প্রায় অর্ধশত গাছ কাটা হয়েছে।
সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র কামরুল ইসলাম বলেন, এ মাঠের জায়গার গাছ কেটে রাস্তা নির্মাণ করতে দেওয়া হবে না। প্রয়োজনে মানববন্ধনসহ আমরা বিভিন্ন কর্মসূচি পালন করবো।

কলেজের অধ্যক্ষ সুলতান মিয়া জাগো নিউজকে বলেন, ‘আমাদের কোনো চিঠি না দিয়েই পৌরসভা কর্তৃপক্ষ গাছ কেটে রাস্তা নির্মাণ কাজ শুরু করে। পরবর্তী সময়ে গভর্নিং বডির সঙ্গে কথা বলে ইউএনওর কাছে আপত্তিপত্র দিয়েছি। চিঠি পাওয়ার পর ইউএনও সরেজমিনে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। আমাদের পক্ষ থেকে তাকে বলা হয়েছে, যেহেতু সরকার এই জায়গা আমাদের লিজ দিয়েছে সেহেতু আপনারা যেকোনো সিদ্ধান্তই নিতে পারেন। তবে সবার জন্যই ভালো হয় এমন সিদ্ধান্ত নিয়ে রাস্তার কাজটি করলে সুন্দর হয়।’
এ বিষয়ে সোনারগাঁ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান উল ইসলাম বলেন, এ রাস্তা নির্মাণের জন্য ছোট কয়েকটা গাছ কাটা হয়েছে। তবে বড় বড় গাছগুলো এড়িয়ে এ রাস্তা নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি।
রাশেদুল ইসলাম রাজু/এসআর/জিকেএস