মাটি খুঁড়ে রাখা রিং চাপায় প্রাণ গেলো শিশুর
নারায়ণগঞ্জের ফতুল্লায় খেলার সময় সিমেন্টের রিং পাইপচাপায় নুপুর (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সেই সঙ্গে আয়েশা নামে আরও এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইসদাইর বস্তির সামনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক ঠিকাদার ড্রেন-রাস্তার কাজ করছিলেন। কাজ করার সময় মাটি খুঁড়ে সেখান থেকে পুরানো চার ফুট মোটা সিমেন্টের ১৫-২০টি রিং পাইপ উঠিয়ে একটির ওপর আরেকটি রেখে দেন। সেই পাইপের কাছেই বস্তির শিশুরা খেলা করছিল। বিকেলে একটি রিং পড়ে নুপুর নামের এক শিশুর মৃত্যু হয়।
ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান জানান, ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনের গাফিলতির কারণে পাইপ পড়ে নুপুর নিহত হয়েছে। আমরা এর বিচার চাই।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক দিপু বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস