কুষ্টিয়ায় নসিমন চাপায় বাইসাইকেলচালক নিহত
ফাইল ছবি
কুষ্টিয়ার খোকসায় গরুবোঝাই নসিমন (ইঞ্জিনচালিত) চাপায় উজ্জ্বল শেখ (৩৫) নামের এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক ভ্যানচালক।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উজ্জ্বল শেখ উপজেলার খোকসা ইউনিয়নের মোড়াগাছা ক্লাবমোড় এলাকার হাতেম শেখের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
আহত ভ্যানচালকের নাম রিপন বিশ্বাস। তার বাড়ি উপজেলার চরপাড়া এলাকায়।
পুলিশ জানায়, বিকেলে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন উজ্জ্বল শেখ। পথে খোকসা বাসস্ট্যান্ডে একটি গরুবোঝাই নসিমন তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এসময় ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা রিপন নামের এক ভ্যানচালক আহত হন।
স্থানীয়রা তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। ভ্যানচালক রিপন হাসপাতালেই চিকিৎসাধীন। স্থানীয়রা নসিমনটি আটক করতে পারলেও চালক পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে।
আল-মামুন সাগর/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান