ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে তীব্র হচ্ছে শীত

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২

কুড়িগ্রামে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। দিন যতই গড়াচ্ছে তাপমাত্রা কমতে শুরু করছে। সেইসঙ্গে কুয়াশায় আছন্ন হয়ে পড়ছে জেলার জনপদ। ঘন কুয়াশার কারণে জেলার ট্রেন ও নৌ চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। ফলে দেরি করে ছাড়ছে এসব যানবাহন।

এদিকে শীতের প্রভাবে খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বেশি বিপাকে। বয়স্ক ও শিশুদের ঠান্ডাজনিত রোগের সঙ্গে পোহাতে হচ্ছে নানান ভোগান্তি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এমতাবস্থায় চলতি মাসের শেষের কয়েকটি দিন ও বছরের শুরুতে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে বলে আশঙ্কা করছে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার।

Kurigram

আবহাওয়া অফিস জানায়, চলতি মাসের শেষের দিকে ও নতুন বছরের শুরুতে দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু কিংবা মাঝারি তীব্রতায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদী তীরবর্তী এলাকার মনছুর আলী বলেন, গত কয়েকদিন ধরে অত্যধিক কুয়াশা পড়ছে। সেইসঙ্গে হিমেল বাতাসে ঠান্ডা বেড়ে যাওয়ায় কাজ করতে কষ্ট হচ্ছে। অর্থের অভাবে শীতবস্ত্রও কিনতে পারছি না। সরকারিভাবেও এখনো শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। আগাম শীতবস্ত্র বিতরণ করা হলে আমাদের কষ্ট দূর হতো।

সেনেরখামার গ্রামের কৃষক আব্দুল হামিদ বলেন, শীত উপেক্ষা করে আলু ক্ষেতের পরিচর্চা, বীজতলা তৈরিসহ নানান কৃষিকাজ করতে হচ্ছে। ঠান্ডায় কাজ করতে গিয়ে হাত-পা জমে যাচ্ছে। সর্দি, কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই।

Kurigram

কুড়িগ্রাম দূর্যোগ ও ত্রাণ কর্মকর্তা আব্দুল হাই সরকার বলেন, কুড়িগ্রাম জেলায় গরিব ও দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩৮ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত এসব কম্বল ইতোমধ্যে জেলার ৯ উপজেলায় উপ-বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা শাখা। এছাড়াও বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ হচ্ছে বলে জানান তিনি।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিন মিয়া জানান, শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে এ তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।

ফজলুল করিম ফারাজী/এফএ/এমএস