বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো কিশোরের
পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু সাঈদ সাকিব (১৭) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা জুনায়েত (১১) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তাপবিদ্যুৎ সংলগ্ন এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু সাঈদ পশ্চিম ধানখালী গ্রামের গিয়াস হাওলাদারের ছেলে। সে আমতলী হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সন্ধ্যায় আবু সাঈদ তার বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বেয়াই সম্পর্কের জুনায়েতকে নিয়ে কুয়াকাটা ভ্রমণ শেষে নিজ বাড়িতে ফিরছিল। এসময় এলাকায় পৌঁছে সড়কের মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি মাইলপোস্টের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন এবং জুনায়েতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে পাঠান।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আসাদুজ্জামান মিরাজ/জেএস/এমএস