ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ১০:১১ এএম, ৩১ ডিসেম্বর ২০২২

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাটে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে শুক্রবার দিনগত রাত ১টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে শনিবার সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে ৭০/৮০টি যান পারাপারের অপেক্ষায় ছিল।

মো. ছগির হোসেন/জেএস/এমএস