প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে ফেরার পথে ছাত্রলীগকর্মীর মৃত্যু
গাজীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মেহেদী হাসান রাহাত (২২) নামে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য ছাত্রলীগকর্মী সাইদুর রহমান আহত হয়েছেন।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলার শ্রীপুর-রাজাবাড়ি সড়কের সাটিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মেহেদী শ্রীপুর পৌরশহরের নজরুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
শ্রীপুর পৌর যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিম জানান, বুধবার গাজীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে জেলা ছাত্রলীগ। ওই অনুষ্ঠানে যোগ দিতে রাহাত ও সাইদুরসহ অনেক ছাত্রলীগের নেতাকর্মীরা গাজীপুরে যান। অনুষ্ঠান শেষে রাহাত ও সাইদুল মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। শ্রীপুর-রাজাবাড়ি সড়কের সাটিয়াবাড়ি এলাকায় পৌঁছলে একটি কুকুর তাদের মোটরসাইকেলের নিচে চাপা পড়লে রাহাত ও সাইদুর সড়কে ছিটকে পড়েন। এসময় অজ্ঞাত একটি গাড়ি রাহাতকে চাপা দেয়। তাদের গুরুতর অবস্থায় রাজন্দ্রেপুর এলাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন ও সাইদুর হাসপাতালে চিকিৎসাধীন।
শ্রীপুর থানার পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো. আমিনুল ইসলাম/আরএডি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’