ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াই কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩

লক্ষ্মীপুরে প্রায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন সজিব ও গ্রাম পুলিশ মো. ইব্রাহিমকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন।

ইউএনও ইমরান হোসেন বলেন, মাদকদ্রব্য আইনে ইউপি সদস্য সজিব ও গ্রাম পুলিশ ইব্রাহিমের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে বরখাস্তের জন্য জেলা প্রশাসকের কাছে (ডিসি) সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ৮৫ হাজার ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার মনির, ইব্রাহিম ও আমির হোসেনের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে মামলা করা হয়। তাদেরকে বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছে। লক্ষ্মীপুরে এটিই মাদকের সবচেয়ে বড় চালান ছিল। গ্রেফতারদের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

গ্রেফতার মনির সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক। তিনি লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেনের ভাগিনা। এছাড়া ইব্রাহিম একই ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য ও আমির ইউনিয়ন যুবলীগের সদস্য।

পুলিশ জানায়, বুধবার (৪ জানুয়ারি) বিকেলে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) মো. নুরুল ইসলাম বাদী হয়ে গ্রেফতার ৩ জনসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পলাতক আসামিরা হলেন- আবদুর রহমান ও বাহাদুর মাঝি।

চররমনী ইউনিয়নের মধ্য চররমনী গ্রামের মনিরের বাড়িতে মাদকদ্রব্য রেখে বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৩টার দিকে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্প ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় মনির, ইব্রাহিম ও আমিরকে আটক করে র্যাব। তাদের কাছ থেকে ৪৩৬টি এয়ারটাইট প্যাকেট ভর্তি ৮৫ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ৩০০ টাকা দরে এর মূল্য ২ কোটি ৫৫ লাখ ৬ হাজার টাকা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র্যাব গ্রেফতারদের সদর মডেল থানায় হস্তান্তর করে।

কাজল কায়েস/এফএ/জেআইএম