ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০৬ জানুয়ারি ২০২৩

পাঁচ ঘণ্টা পর শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে কুয়াশায় ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরি ঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, নৌ দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে শুক্রবার সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে কুয়াশার কারণে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি।

মো. ছগির হোসেন/আরএইচ/জিকেএস