ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মূল্যবোধের অবনতি রোধ না হলে সব উন্নয়ন ব্যর্থ: রামেন্দু মজুমদার

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৯:১৫ পিএম, ০৭ জানুয়ারি ২০২৩

একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেছেন, আমাদের দেশে অবকাঠামোসহ সব বিষয়ে ব্যাপক উন্নতি হয়েছে। একই সঙ্গে মূল্যবোধের চরম অবনতি হয়েছে। এটি খুবই দুর্ভাগ্যজনক। মূল্যবোধের অবনতি রোধ না হলে সব উন্নয়ন ব্যর্থ হয়ে যাবে।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয়ের সতীর্থ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মূল্যবোধের অবনতি রোধ না হলে সব উন্নয়ন ব্যর্থ: রামেন্দু মজুমদার

সতীর্থ পুনর্মিলনীর আহ্বায়ক হানিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন তোফায়েল আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দ, গ্রেটওয়াল সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক সামছুল হুদা, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ফোরামের প্রধান উপদেষ্টা নুরুল আমিন, সমন্বয়কারী বোরহান উদ্দিন ইউসুফ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন, উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহমেদ বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

কাজল কায়েস/আরএইচ/জেআইএম