ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩

ফরিদপুরে ৪ হাজার ৫৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৮। এসময় তাদের কাছ থেকে মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত দুটি মোবাইলফোন এবং নগদ ৯ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুর র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এর আগে রোববার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে জেলা শহরের কোমরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, চট্টগ্রামের আনোয়ারা থানার গুজার এলাকার মৃণাল পালের ছেলে মিটন পাল (৪৬) এবং চন্দনাইশ থানার হারলা এলাকার শামসুল ইসলামের ছেলে মো. ওয়াসিম (৩৯)।

Farid-2.jpg

ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কয়েকজন ব্যক্তি ইয়াবার চালান নিয়ে ফরিদপুর শহরের কোমরপুর এলাকায় বিক্রির জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছে থেকে ৪ হাজার ৫৩০ পিস ইয়াবা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইলফোন এবং নগদ ৯ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।

এন কে বি নয়ন/ এমআরআর/এমএস