ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মা সেতু রেল প্রকল্পের অগ্রগতি ৭৩ শতাংশ: রেলমন্ত্রী

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১০ জানুয়ারি ২০২৩

পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পুরো প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে ৭৩ শতাংশ। এর মধ্যে ঢাকা থেকে মাওয়া ৬৯ শতাংশ, ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৮০ শতাংশ এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন কাজের অগ্রগতি সন্তোষজনক আছে। যেহেতু এখন কাজের মৌসুম, দিনরাত কাজ চলছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতু নিচতলায় রেলসংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় রেলমন্ত্রী আরও বলেন, ‘রেলের প্রজেক্ট আগামী ২০২৪ সাল পর্যন্ত মেয়াদ আছে। যেহেতু ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত রেল সংযোগ আগেই করা হয়েছে, আগামী জুনের মধ্যে ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত অংশটুকু সম্পূর্ণ করতে কাজ এগিয়ে যাচ্ছে।’

Train-(2).jpg

এসময় রেলসচিব ড. হুমায়ুন কবীর, রেলসংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফএম জাহিদ হোসেন, রেলওয়ে ডিজি ধীরেন্দ্র নাথ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

রেলওয়ে সূত্র জানায়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অধীনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পের ঠিকাদার চীনের চায়না রেলওয়ে গ্রুপ। পদ্মা সেতু নির্মাণ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। এটি চায়না রেলওয়ে গ্রুপেরই একটি প্রতিষ্ঠান।

Train-(2).jpg

সরেজমিন দেখা যায়, রেলওয়ের কাজ করছেন শ্রমিকরা। ইঞ্জিনিয়াররা কাজের তদারকি করছেন। ট্রেন সম্পূর্ণরূপে চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে চমৎকার একটি প্রভাব পড়বে বলে জানান সংশ্লিষ্টরা।

জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জামাল হোসেন বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পরপর আমাদের লক্ষ্য ছিল জাজিরার উৎপাদিত বিভিন্ন সবজি ও ফল রপ্তানি বিষয় কাজ করা। তারই ফলশ্রুতিতে গত বুধবার তিন সবজি লাউ, কচু এবং কাঁচামরিচের প্রথম চালান সুইজারল্যান্ড গেছে। আমরা আশাবাদী ট্রেন সম্পূর্ণরূপে চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষকের ভাগ্য উন্নয়নে চমৎকার একটি প্রভাব পড়বে।

ছগির হোসেন/এসআর/এমএস