১৮ জানুয়ারি থেকে সোনারগাঁয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৮ জানুয়ারি থেকে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হচ্ছে। রোববার (১৫ জানুয়ারি) বিকেলে মতবিনিময় সভায় ফাউন্ডেশনের পরিচালক এসএম রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদের সভাপতিত্বে মেলার উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।
আরও পড়ুন: সোনারগাঁয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব
সভায় ফাউন্ডেশনের পরিচালক এস এম রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানুল ইসলাম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর আলম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল প্রমুখ।
মেলায় কারুশিল্প প্রদর্শনী, লোকজ প্রদর্শনী, পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বাহারি পণ্য সামগ্রী প্রদর্শনের ব্যবস্থা থাকবে।
আরও পড়ুন: শুরু হচ্ছে মাসব্যাপী কারুশিল্প মেলা
উৎসবে প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় বিলুপ্ত প্রায় গ্রামীণ খেলা, কর্মরত কারুশিল্পীর কারুপণ্যের প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলা চলাকালীন ওই এলাকার যানজট, আইনশৃঙ্খলা ও খাদ্যের মূল্যতালিকা নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মাসব্যাপী এ মেলা চলবে।
মেলায় কারুশিল্পের ২৪টিসহ ১০০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ৪৮ জন কারুশিল্পী সক্রিয়ভাবে মেলায় অংশ নেবেন।
রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জিকেএস