ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

শরীয়তপুরে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ জানুয়ারি) ভোরে শহরের কেন্দ্রীয় মন্দিরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের পালং বাজারে শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দিরের নিরাপত্তায় আশপাশে ১৬টি সিসি ক্যামেরা রয়েছে। তার পরও মন্দিরের মূল ভবনের বারান্দায় লোহার দানবাক্স ভেঙে টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে মন্দিরের এক নারী পরিচ্ছন্নতাকর্মী দানবাক্স ভাঙা দেখে কমিটির নেতাদের জানান। খবর পেয়ে পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করে।

আরও পড়ুন: দরবার শরিফের দানবাক্স পাহারায় সাপ

পরিচ্ছন্নতাকর্মী ভুলু রানী বলেন, সকাল ৭টার দিকে মন্দিরের সামনে এসে দেখি দানবাক্সের সামনে কিছু টাকা পড়ে আছে। সামনে গিয়ে দেখি দানবাক্সটা ভাঙা। তখন মন্দিরের সেবায়েতকে জানাই।

মন্দিরের আহ্বায়ক অনিক ঘটক চৌধুরী বলেন, ভক্তরা বিভিন্ন সময় দানবাক্সে অর্থ দান করেন। বছরে দুবার সেখান থেকে অর্থ সংগ্রহ করি। একেক বার ৫০-৬০ হাজার টাকা পাওয়া যেত। জানুয়ারির শেষদিকে দানবাক্স খোলার কথা ছিল।

আরও পড়ুন: মসজিদের দানবাক্সে মিললো ১২ বস্তা টাকা

শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, সিসি ক্যামেরা থাকার পরও চুরির ঘটনা চিন্তার বিষয়। চোর শনাক্তে কাজ শুরু হয়েছে।

মো. ছগির হোসেন/আরএইচ/জেআইএম