ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২০ জানুয়ারি ২০২৩

বগুড়ার ধুনটে পদ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৪৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয়কর্মী নাইম ইসলাম। তিনি উপজেলার কান্তনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। দুই বছর আগে কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। ওই সময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী নাইম ইসলামের কাছ থেকে ৪৫ হাজার টাকা নেন জাকারিয়া খন্দকার। কিন্ত দীর্ঘদিন অতিবাহিত হলেও কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়নি। এরপরও ওই কর্মীর কাছ থেকে আরও ৪০ হাজার টাকা দাবি করেন জাকারিয়া।

আরও পড়ুন: সেই ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

এ ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেন নাইম ইসলাম। এ অভিযোগের ভিত্তিতে ১৩ জানুয়ারি বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে তিনদিনের মধ্যে জাকারিয়াকে কারণ দর্শানোর নোটিশ করা হয়। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জাকারিয়া খন্দকার বলেন, অনিয়মতান্ত্রিকভাবে গঠিত জেলা ছাত্রলীগের কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ ভিত্তিহীন। তারা ছাত্রলীগকে ধ্বংসের চেষ্টা করছে।

আরএইচ/এএসএম