ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় লরি উল্টে নিহত ১

প্রকাশিত: ০৩:৪৪ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

নেত্রকোনা-কেন্দুয়া সড়কের বায়রাউড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে খায়রুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খায়রুল ইসলাম সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে লরিটি জেলা সদর থেকে মদনপুর মাজারে যাচ্ছিলেন। রাত ১২টার দিকে লরিটি কেন্দুয়া-নেত্রকোনা সড়কের বায়রাউড়া ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায়। এ সময় লরিতে থাকা সবাই আহত হন। খায়রুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহতদের প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাছুদুর রহমান জাগো নিউজকে জানান, নির্মাণাধীন ব্রিজের ওপর থেকে লরি পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় এক যুবক নিহত হয়েছেন। নিহতের মরদেহ স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

কামাল হোসাইন/এসএস/পিআর