ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা

প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এসময় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানায়, দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা শুরু হয়। এক পর্যায়ে দলের একাংশের কর্মী ওই সভায় হামলা চালালে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় অন্তত পাঁচজন আহত আহত হন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল ইসলাম জানান, মাসুম আজাদকে দল থেকে বহিষ্কার করায় তার নেতৃত্বে কিছু লোক কার্যালয়ে বর্ধিত সভা চলাকালে হামলা চালায়। তবে সভায় এর কোনো প্রভাব পড়েনি বলেও উল্লেখ করেন তিনি।

এ ব্যাপারে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আজাদ জানান, জেলা সভাপতি যাকে খুশি বহিষ্কার করেন। আমি পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কিছুদিন আগে তিনি আমাকেও অবৈধভাবে বহিষ্কার করেছেন। তাছাড়া দলের কমিটির মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে। এর প্রতিবাদে আমরা হামলা করেছি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এআরএ/আরআইপি