ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাস্তায় বিদ্যুতের খুঁটি রেখেই সংস্কার, দুর্ঘটনার শঙ্কা

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১১:২৮ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার সড়কের মাঝখানে একাধিক বিদ্যুতের খুঁটি রেখেই সড়ক প্রশস্ত ও পাকা-সংস্কারের কাজ শেষ করা হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) শেষ হওয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আছির উদ্দিন সড়কের বড়বাড়ি এলাকা থেকে কালি মন্দির পর্যন্ত রাস্তার মাঝে রয়ে গেছে বিদ্যুতের খুঁটিগুলো।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভার পক্ষ থেকে চিঠি দিয়ে বিদ্যুতের খুঁটিগুলো অপসারণের কথা জানালেও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট ঠিকাদার সড়কের মাঝখানে খুঁটিগুলো রেখেই পাকা করার কাজ শেষ করেছেন। এতে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। একই সঙ্গে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে যানবাহনচালক ও স্থানীয়রা।

আরও পড়ুন: ফরিদপুরে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

স্থানীয় বাসিন্দা মো. পারভেজ জাগো নিউজকে বলেন, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটিগুলো রেখেই সড়ক সংস্কার করা হয়েছে। রাস্তার মাঝখানেই রয়ে গেছে চারটি বৈদ্যুতিক খুঁটি। এতে প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনার ঘটছে।

খবির শেখ নামের এক রিকশাচালক জাগো নিউজকে বলেন, এটি একটি শহরের জনগুরুত্বপূর্ণ সড়ক। কয়েকশ মিটার রাস্তায় বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি থাকায় প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনার ঘটছে। মানুষ ও যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে।

jagonews24

স্কুলছাত্র নাজমুল হাসান জাগো নিউজকে বলেন, রাস্তার মাঝে চারটি খুঁটি রেখে রাস্তা পাকা করার কাজ শেষ করা হয়েছে। এটা কোনো ভাবেই যুক্তিযুক্ত নয়। এতে যেকোনো সময়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন: আশ্রয়ণের ঘর পাওয়ার গল্পে নাটক, পরিচালনায় ইউএনও

ফরিদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিনালের বক্তব্য জানতে মোবাইলে একাধিকবার কল করে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফরিদপুরের পরিচালক ও সংরক্ষণ সার্কেল আমিনুর রহমান জাগো নিউজকে বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। খুঁটিগুলো দ্রুত সরানোর চেষ্টা চলছে।

এ ব্যপারে ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম জাগো নিউজকে বলেন, এ বিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফরিদপুরের অফিস বরাবর চিঠি দেওয়া হয়েছে। তারাও চেষ্টা করছেন। খুঁটিগুলো সরানোর পর ওই স্থানে আবারও নতুন করে রাস্তা সংস্করণের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: পদ্মায় নিখোঁজের ৭২ ঘণ্টা পর মিললো ২ ব্যবসায়ীর মরদেহ

এ বিষয়ে ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান মিয়া জাগো নিউজকে বলেন, রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। এদিকে কাজের সময়ও কম ছিল। তাই রাস্তার কাজ শেষ করা হয়েছে। তবে এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।

এন কে বি নয়ন/জেএস/এমএস