ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দিকে শহরের ওয়ালটন মোড়ের কিউএসএস কালার ল্যাবের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এতে আতঙ্ক বিরাজ করছে। পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছে।

jagonews24

স্থানীয়রা বলেন, বিকেলে হঠাৎ সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বিকট শব্দ হয়ে চারদিক ধোঁয়া ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম বলেন, আমরা এ বিষয়ে কিছুই জানি না।

চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর বলেন, ঘটনাস্থল পরিদর্শন করছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ৩ ফেব্রুয়ারি রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।


মো. সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস