ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খাসজমি নিয়ে বিরোধ, দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাসজমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দুবাজাইল গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন- সাদেক মিয়া (৪০), শিরু মিয়া (৬৫), মন্তু মিয়া (৩৫), শিরিনা (৩০), নিশা (৩০), ইদ্রিস (৩২), আব্দুল হাকিম (৩০), হাছান (৮) ও আক্তার মিয়া (৬৫)। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন: মঞ্চে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, কৃষক লীগের সমাবেশ পণ্ড

অরুয়াইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য এনামুল করিম জানান, খাসজমি নিয়ে ওই গ্রামের ধন মিয়া ও মন্তু মিয়ার মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এনিয়ে কয়েকদিন আগে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। বিষয়টি মীমাংসার জন্য দুপুরে শালিসি বৈঠক হওয়ার কথা ছিল। এর আগেই দুই পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। কিন্তু কোনো পক্ষই আগের ঘটনা পুলিশকে জানায়নি।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম