ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে এবার ইমামকে শ্বাসরোধে হত্যা

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এবার মসজিদের ইমামকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উখিয়ার ক্যাম্প-২০ এর পাহাড়ি এলাকার একটি খালের কাছে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের নাম মৌলভী সামসু আলম (৩৮)। তিনি উখিয়ার কুতুপালং ক্যাম্পের মৃত মিয়া চাঁনের ছেলে।

আরও পড়ুন: উখিয়ায় আরও এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন রশীদ জানান, ফজরের নামাজ পড়াতে মৌলভী সামসু আলম বাসা থেকে বের হন৷ নামাজের পরও তিনি ফিরে আসেননি। পরে লোকজন পাহাড়ি খালের পাশে একটি মরদেহ পড়ে আছে দেখে পুলিশকে খবর দেন। পরে স্থানীয়রা সেটি মৌলভী সামসুর মরদেহ বলে শনাক্ত করেন।

তিনি আরও জানান, খোঁজ নিয়ে জেনেছি সমসু ও তার পরিবারের সদস্যরা বিতর্কিত আরসার এক গ্রুপের সঙ্গে যুক্ত। এসব কারণে হয়তো তিনি হত্যার শিকার হয়েছেন।

তিনি আরও জানান, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি বের করার চেষ্টা চলছে। মৌলভী সামসুর মরদেহ ময়নাতদন্তের হাসপাতালে পাঠানো হয়েছে।

এ নিয়ে গত চারদিনে গোলাগুলির ঘটনায় দুই রোহিঙ্গা শিশু আহত ও সেলিম নামে এক সাব মাঝি নিহত হয়েছেন।

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম