ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে আম বোর্ড গঠনের দাবি

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

বৈশ্বিকভাবে আমের বাজার সম্প্রসারণ ও জাত উন্নয়নে চাষি এবং ব্যবসায়ীদের পক্ষে আম বোর্ড গঠনের দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মো. আব্দুল ওয়াহেদ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

এ সময় চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, দেশের ৫০ শতাংশের বেশি আম উৎপাদন হয় চাঁপাইনবাবগঞ্জে। এছাড়া বছর জুড়ে আমের বাজার আছে কয়েক হাজার কোটি টাকার। তাই আমের জাত উন্নয়নসহ বাজার সম্প্রসারণে চাঁপাইনবাবগঞ্জের চাষি ও ব্যবসায়ীদের একটি প্রাণের দাবি আম বোর্ড গঠনের।

তিনি আরও বলেন, চায়ের জন্য আলাদাভাবে চা বোর্ড থাকলে আমের জন্য কেন আম বোর্ড গঠন করা হবে না? আম বোর্ড গঠন একটি যৌক্তিক দাবি। সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। এছাড়া মৌসুমে ভারত থেকে আম আমদানি বন্ধ করতে হবে। যাতে জেলার কৃষকরা ন্যায্যমূল্য পায়। আমের বহুবিধ ব্যবহার নিশ্চিত করতে চাষি ও কৃষকদের প্রশিক্ষণও প্রয়োজন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আগে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. মসিউল করিম বাবু, সহ-সভাপতি আকতারুল ইসলাম রিমন, পরিচালক মফিজ উদ্দিনসহ অন্যরা।

মো. সোহান মাহমুদ/এসজে/এএসএম