ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

মাদারীপুর সদরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আলাউদ্দিন বেপারী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন বেপারী একই গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কৃষক আলাউদ্দিন বেপারী তার বাড়ির পাশে নিজের চাষের জমিতে সেচ দিতে যান। এসময় সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নাসরিন বেগম বলেন, ‘আমার এক ছেলের বয়স মাত্র দেড় বছর। এখনো বাবা ডাকতে পারে না। বড় ছেলের বয়স চার বছর। এখনো স্কুলে ভর্তি হয়নি। ওদের নিয়ে আমি কীভাবে বাঁচবো?’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জিকেএস