ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ববিদ্যালয় স্থাপনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা জাসদের আয়োজনে ঘণ্টাব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হক বাবলু, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ হুসেন আহাম্মেদ বাদশা, জাসদ যুব জোটের সভাপতি শরিফুল ইসলাম, জেলা নাগরিক কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আবু হাসিব ও অ্যাডভোকেট সাইদুর রহমান বক্তব্য রাখেন।

পাঁচ দফার অন্য দাবিগুলো হলো, জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চালুসহ জেলায় অর্থনৈতিক জোন স্থাপন করতে হবে।

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন

এছাড়া করোনার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সব আন্তঃনগর ও লোকাল ট্রেন চালুসহ বনলতার আসন বৃদ্ধির দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দিয়ে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ-মিছিল করেন জেলা জাসদের নেতারা।

মো. সোহান মাহমুদ/এমআরআর/জেআইএম