ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মধুর চাক কাটতে গাছে উঠে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

মাদারীপুরে মধুর চাক কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ মাতুব্বর (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজৈর উপজেলার বদরপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

সোহাগ মাতুব্বর একই গ্রামের মৃত লতিফ মাতুব্বরের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সকালে একই গ্রামের জিয়া মাতুব্বরের বাড়ির পাশে একটি গাছে মধুর চাক কাটতে ওঠেন সোহাগ মাতুব্বর। ওই গাছের পাশ দিয়ে বিদ্যুতের তার চলে গেছে। অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে যান সোহাগ। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এমএস