ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাঁচদিনের সফরে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৯:৪২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

পাঁচদিনের সরকারি সফরে কিশোরগঞ্জ পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ঢাকা থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় তিনি মিঠামইনের কামালপুরে পৌঁছান।

রাষ্ট্রপতি বলেন, আমি যতবার টুঙ্গিপাড়া গিয়েছি ততবার বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে রিসিভ করেছেন। এখন যেহেতু তিনি মিঠামইন আসবেন, তাই তাকে রিসিভ করার জন্যই একদিন আগে চলে এসেছি।

প্রধানমন্ত্রীর মিঠামইন সফর তার পরিবার এবং মিঠামইনবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বলে উল্লেখ করেন আব্দুল হামিদ।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত জেলার মিঠামইন, করিমগঞ্জ ও সদর উপজেলা সফর করবেন রাষ্ট্রপতি।

সফরের দ্বিতীয় দিন (২৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মিঠামইনের কামালপুরের নিজ বাড়িতে অবস্থান ও রাতযাপন করবেন। সফরের তৃতীয় দিন (১ মার্চ) করিমগঞ্জ উপজেলায় নিজ নামে স্থাপিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন।

সফরের চতুর্থ দিন (২ মার্চ) বিকেল সোয়া ৩টায় কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও বিকেল ৪টা ১৫ মিনিটে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিদর্শন করবেন।

সফরের শেষ দিন (৩ মার্চ) বিকেল সোয়া ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি।

বিকেল সোয়া ৪টায় সার্কিট হাউজে উপস্থিত থেকে গার্ড অব অনার গ্রহণ করবেন। বিকেল সাড়ে ৪টায় বিমানবাহিনীর হেলিকপ্টারে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করবেন। বিকেল সোয়া ৫টায় রাষ্ট্রপতির বঙ্গভবনে উপস্থিত থাকার কথা রয়েছে।

এমআরআর/এমএস