ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বড় ভাইয়ের হাতে দুলাই মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) সকালে উপজেলার ধরমণ্ডল গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
দুলাই মিয়া উপজেলার ধরমণ্ডল গ্রামের আনোয়ার আলীর ছেলে। এ ঘটনায় বড় ভাই ফুল মিয়াকে আটক করেছে পুলিশ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, মাদকাসক্ত ফুল মিয়া প্রায় মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। শুক্রবার বিকেলেও একজনের সঙ্গে খারাপ আচরণ করেন ফুল মিয়া। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ছোট ভাই দুলাই মিয়ার সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে দুলাই মিয়াকে আঘাত করে। আহত অবস্থায় তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আসলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। পরে সকালে সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: বিয়ে না দেওয়ায় মেয়ের বাবাকে কুপিয়ে হত্যা
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, ফুল মিয়াকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আবুল হাসাত মো. রাফি/আরএইচ/এএসএম