রংপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
রংপুরের বদরগঞ্জে স্ত্রী গোলাপী বেগমকে হত্যার অভিযোগে স্বামীর যাবজ্জীন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আবু জাফর মো. কামরুজ্জামান এ আদেশ দেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, জেলার বদরগঞ্জ উপজেলার খিয়ারপাড়া দক্ষিণপাড়া গ্রামের আবু তালেব কোরানীর মেয়ে গোলাপী বেগমের সঙ্গে একই উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মিজানুর রহমানের (৩৫) ২০০৬ সালে ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়। এরপর থেকে মিজানুর শ্বশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। ঘটনার দিন ২০০৬ সালের ১ নভেম্বর রাতের কোন এক সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে স্ত্রী গোলাপী বেগমকে হত্যা করে ঘরের টুইয়ের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখেন মিজানুর। এ সময় গোলাপী বেগম ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরদিন সকালে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন আবু তালেব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গোলাপীর মরদেহ উদ্ধারের পর মিজানুরকে আটক করে। এ ঘটনায় ২ নভেম্বর আবু তালেব বাদী হয়ে মিজানুরকে আসামি করে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘদিন মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে অভিযুক্ত মিজানুরের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন বিচারক। রায় ঘোষণার সময় মিজানুর আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আকতারুজ্জামান পলাশ। অন্যদিকে বাদী পক্ষে ছিলেন অ্যাড. আব্দুর রশীদ চৌধূরী। রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় অ্যাড. আব্দুর রশীদ চৌধুরী বলেন, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
জিতু কবীর/এসএস/আরআইপি