ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পারিবারিক দ্বন্দ্বে সরকারি রাস্তায় কোদালের কোপ

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৮:২০ পিএম, ০১ এপ্রিল ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে সরকারি রাস্তা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (৩১ মার্চ) রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (১ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী শাহিনুর বেগম সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।

পারিবারিক দ্বন্দ্বে সরকারি রাস্তায় কোদালের কোপ

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মামরকপুর এলাকায় হাবিবুর রহমান তার বাড়িতে চলাচলের জন্য সোনারগাঁ উপজেলার ইউএনও রিজোয়ান উল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকারের অনুমতি নিয়ে ব্যক্তিগত টাকায় রাস্তা নির্মাণ করেন। এ রাস্তা দিয়ে ওই এলাকার মানুষ নিয়মিত যাতায়াত করেন।

শুক্রবার রাতে মামরকপুর গ্রামের আলী আকবর ও সানাউল্লাহর নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল কোদাল দিয়ে রাস্তা কেটে দেয়। রাস্তা কাটার দৃশ্য দেখে স্থানীয় লিয়াকত আলী নামের এক ব্যক্তি বাধা দিলে তারা চলে যান।

হাবিবুর রহমানের বোন শাহিনুর বেগম বলেন, তার বাড়ির সবাই প্রবাসী। আলী আকবর ও সানাউল্লাহর সঙ্গে তাদের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। এ দ্বন্দ্বের জের ধরে এর আগেও তাদের পুরাতন বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরবর্তী সময়ে এখানে বাড়ি করার সময়ও কয়েক দফায় বাড়ির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে তারা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় বাড়িতে চলাচলের রাস্তা কেটে দেন তারা।

পারিবারিক দ্বন্দ্বে সরকারি রাস্তায় কোদালের কোপ

তবে অভিযোগ অস্বীকার করে সানাউল্লাহ বলেন, এ ঘটনায় আমি জড়িত না। তবে আমার সঙ্গে তাদের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। এ দ্বন্দ্বের কারণে আমি থানায় জিডি করেছি। এজন্য আমার বিরুদ্ধে তারা মিথ্যা অপবাদ দিচ্ছেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/জেআইএম